ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ৬ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ৬ হাজার কোটি টাকা

ঢাকা: তিনদিন দরপতন আর দুই কার্যদিবস উত্থানের মধ্যদিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এসবের ফলে উভয় বাজারে মূলধনও কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমানত-ঋণের অনুপাত (এডি রেশিও) কমানোর ইস্যু এবং খালেদার জিয়ার রায়কে কেন্দ্র করে দরপতন অব্যাহত ছিলো। এ সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৮২৬ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৯৮৭ টাকা। এর আগের সপ্তাহের লেনদেন হয়েছিলো ১ হাজার ৯৭৩ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৩০৯ টাকা। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৬৯১ কোটি টাকা।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্টে কমে ২ হাজার ২২৫ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭ কোম্পানির শেয়ারের দাম।

এসবের ফলে ডিএসই’র বাজার মূলধন ২ হাজার ৮৭১ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ২৪১ টাকা কমে ৪ লাখ ১৪ হাজার ৭৮৬ কোটি ৯১ লাখ ৯৯ হাজার ৫২৯ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে ছিলো ৪ লাখ ১৭ হাজার ৬৫৮ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৭৭০ টাকা।

একই চিত্র ছিলো দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এখানেও লেনদেনের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৫০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২৪৪ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৮৬৮ টাকা।

আলোচিত এই সপ্তাহে সিএসইর প্রধান সূচক ১২১ পয়েন্ট কমে ১১ হাজার ১২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ কোম্পানি শেয়ারের দাম।

সিএসইতে বাজার মূলধন ৩ হাজার ১৯০ কোটি ৪ লাখ টাকা কমে ৩ লাখ ৪৪ হাজার ৩৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।