ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৩৫ পয়েন্ট।

এনিয়ে টানা দুই কার্যদিবস সূচকের উত্থান হলো।  

এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বেড়েছে বাজার মূলধনও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ত্রিশটি ব্যাংকের মধ্যে ২৯টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। এখাতে দাম কমেছে কেবল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের। একই অবস্থা ছিলো আর্থিক প্রতিষ্ঠান, বিমা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের ক্ষেত্রেও।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ১৩ কোটি ২ লাখ ৩৯ হাজার ৭৭৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০০ কোটি ৬৪ লাখ ২৫ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৮ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা।  
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।