ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাত কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
 সাত কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: দিনভর সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে টানা সাত কার্যদিবস পর দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৮ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫২ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয় ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা।

ডিএসই-এর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৪দশমিক ১৭ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৪১ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৬টির এবং ৬০টির অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৫১টাকা।  

এর আগের দিন লেনদেন হয় ১৪ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৫৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৭২৪ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।