ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: দিনভর সূচক ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেন। তবে কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা সাত কার্যদিবস সূচক পতনের পর মঙ্গল ও বুধবার ডিএসইতে সূচক বাড়লো। অন্যদিকে সিএসইতে মঙ্গলবার সূচক বৃদ্ধির পর বুধবার সূচক পতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে বড় ধরনের সূচক পতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৮ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫২ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয় ৩৮৪ কোটি ৪ লাখ ২১ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ১৯ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৪৬ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫০টির এবং ৫৪টির অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ৩১২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯৫১ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১১৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।