ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফেব্রুয়ারিতে বিও হিসাব বেড়েছে ১৮ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ফেব্রুয়ারিতে বিও হিসাব বেড়েছে ১৮ হাজার

ঢাকা: দরপতনের ফলে পুঁজিবাজারে ফেব্রুয়ারি মাসে নতুন করে বিনিয়োগকারী এসেছে ১৮ হাজার। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সেকেন্ডারি বাজারে দরপতন থাকলেও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)বাজার চাঙ্গা রয়েছে। ফলে বিনিয়োগকারীরা আইপিওতে আবেদনের জন্য নতুন করে ফেব্রুয়ারি মাসে ১৮ হাজার ১৫৩টি বিও অ্যাকাউন্ট খুলেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ফেব্রুয়ারি মাসে দুই বাজারে মোট ১৯ কার্যদিবস লেনদেন হয়েছে। যার গড় ৪০৪ কোটি ১৯ লাখ টাকা। সব মিলে ডিএসইতে ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছে ৭৬৭৯ কোটি ৬১ লাখ টাকা। এর আগের মাস জানুয়ারিতে লেনদেন হয়েছেছিলো ১০ হাজার ৭২ কোটি ১৬ লাখ টাকা। যার দৈনিক গড় ছিলো ৪৩৭ কোটি ৯২ লাখ টাকা।

দরপতনের এই মাসে ১৮ হাজার বিও অ্যাকাউন্ট বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৬৪ হাজার ৫৪৫টিতে। যা আগের মাসের অর্থাৎ জানুয়ারির শেষ দিন ছিল ২৭ লাখ ৪৬ হাজার ৩৯২টিতে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ১৫৩টি।

এই ২৭ লাখ ৬৪ হাজার ৫৪৫টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের মধ্যে অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৬১টি। যা জানুয়ারি মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৬ হাজার ২৩০টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ২৩১টি।

ফেব্রুয়ারিতে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৪ হাজার ৮৩১টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৩ হাজার ১১৫টিতে। আর শেষ একমাসে কোম্পানি অ্যাকাউন্ট ৯১টি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৯টিতে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ 
এসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।