ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন

ঢাকা: চার কার্যদিবস পর সোমবার (০৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। দিনশেষে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেন।

একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এদিন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, উত্থান-পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই। চারদিন উত্থান হয়েছে, তাই আজ সূচক পতন হয়েছে। এটা মূল্য সংশোধন।

ডিএসইর তথ্যমতে, এদিন বাজারে ৮ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ১৭ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২০ দশমিক ০৪ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৬ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।