ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

২৬ মার্চ বন্ধ পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
২৬ মার্চ বন্ধ পুঁজিবাজার

ঢাকা: ২৬ মার্চ (সোমবার) স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। একই অবস্থা বিমা খাতের কোম্পানিগুলোর এবং বিমা প্রতিষ্ঠানগুলোর।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার ডিএসইর লেনদেনের পাশাপাশি অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।

অন্যদিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সাধারণ ও জীবন বিমা করপোরেশনসহ সব ধরনের বিমা কোম্পানিগুলো ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে প্রতিবছরের মতোই সরকারি ছুটি হিসেবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ২৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।