ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গ্রিন ডেল্টার আলোচনা সভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
গ্রিন ডেল্টার আলোচনা সভা অনুষ্ঠিত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের আলোচনা সভা।

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোগে 'পেশাগত উন্নয়নের মাধ্যমে বিমা শিল্পে কর্মসংস্থানে চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মার্চ) এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  চার্টার্ড ইন্সুরেন্স ইনস্টিটিউট (ইউকে) ও প্রফেশনাল অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ লিমিটেড এই অনুষ্ঠানের সহযোগী হিসেবে কাজ করেছে।

গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী সভাটি পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসির এ চৌধুরী ও ইউকের ব্যবস্থাপনা পরিচালক কিথ রিচার্ডস। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আলোচকদের মধ্যে বাংলাদেশের স্বনামধন্য বিমা কোম্পানিগুলোর এমডি ও সিইও, রেগুলেটর এবং বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।