ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে ফিরছেন বিদেশিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
পুঁজিবাজারে ফিরছেন বিদেশিরা

ঢাকা: চলতি বছরের প্রথম দুই মাস শেয়ার বিক্রি প্রবণতায় ছিলেন বিদেশি-প্রবাসী বিনিয়োগকারীর‍া। কিন্তু মার্চ মাসে শেয়ার কেনার প্রবণতায় ফিরছেন তারা। স্বাধীনতার এ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তারা ২৯৯ কোটি টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছেন ৪৫৫ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, বিদেশিরা দেখে শুনে, জেনে-বুঝে শেয়ারে অর্থ বিনিয়োগ করেন।

তারা বিনিয়োগের আগে গবেষণা করেন, কোম্পানির তথ্য যাচাই-বাছাই করে শেয়ার কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ডিএসইর তথ্য মতে, মার্চ মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৭৫৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ২১০ টাকা। এর মধ্যে শেয়ার কিনেছে ৪৫৫ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৯০৩ টাকার। তার বিপরীতের শেয়ার বিক্রি করেছেন ২৯৯ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৩০৭ টাকা। ফলে মার্চ মাসে ডিএসইর নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা।

এর আগের মাস ফেব্রুয়ারিতে তাদের লেনদেন হয়েছিলো ৮৮০ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৫৫৭ টাকা। যার মধ্যে ৩৯২ কোটি ৯৯ লাখ ২ হাজার ৩৭২ টাকার শেয়ার কিনেছেন। তার বিপরীতে ৪৮৭ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ১৮৫ টাকার শেয়ার বিক্রি করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।