ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত। শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা।

যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার এ বাজারে ১৫ কোটি ৬২ লাখ ১১ হাজার ২৫৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬১ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৭ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৮৬ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫৬ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।