ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সূচকের উত্থানে সপ্তাহ পার

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এ কারণে বেড়েছে বাজার মূলধনও।

এর ফলে চলতি সপ্তাহের প্রথম টানা তিন কার্যদিবস (বোর, সোম এবং মঙ্গলবার) দরপতনের পর শেষ দুই কার্যদিবস (বুধ ও বৃহস্পতিবার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো। এদিন আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।



বুধবারের মতোই বৃহস্পতিবার সূচক বৃদ্ধির মধ্যদিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে ১০টা ৫০ মিনিট পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা যা অব্যাহত ছিলো দিনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১৩ কোটি ৯১ লাখ ৯ হাজার ১১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৭ লাখ ১৮ হাজার টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৪৯৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭১ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৮৯ লাখ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮ কোটি ২১ লাখ ৬০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।