ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৯, ২০১৮
টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে দরপতন

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৯ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে দরপতন  হলো।

আগের কার্যদিবস মঙ্গলবারের মতো বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন শুরু হয়। সে ধারা অব্যাহত ছিলো সকাল ১০টা ৫৬ মিনিট পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৩৪ পয়েন্ট।
 
এদিন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ১৩ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৭২০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭২ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯০ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ০২ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।    

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯০ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৩১ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৮ 
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।