ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কমেই চলেছে ব্যাংক, বিমা কোম্পানির শেয়ারের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
কমেই চলেছে ব্যাংক, বিমা কোম্পানির শেয়ারের দাম

ঢাকা: আগের দিনের মতোই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ মে) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। ব্যাংক, বিমা, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ারের দাম কমায় এদিনও সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে সোমবার (২১ মে) উত্থানের পর আবারো টানা দুই কার্যদিবস দরপতন হলো উভয় বাজারে। তার আগে টানা ১৩ কার্যদিবস দরপতন হয়।

এদিন সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এরপর সূচক কিছুটা বাড়তে থাকে। তবে সোয়া ১২টার পর দিনের বাকি লেনদেন হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতায়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বুধবার ১০ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ৭২৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৮ কোটি ৪১ লাখ ৫৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ দশমিক ৭৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট কমে এক হাজার ৯৮৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১১ দশমিক ৪৫ পয়েন্ট কমে এক হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।