ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
পুঁজিবাজারে বড় উত্থান

ঢাকা: ব্যাক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় বড় ধরনের সূচকের উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে দুই দিন পর উভয় বাজারে সূচক বাড়লো।

বৃহস্পতিবার (২৪ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টার কিছু বেশি সময় পর্যন্ত। এরপর সূচকের কিছুটা ওঠানামার মধ্য দিয়ে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়।

তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের উত্থানের মধ্যদিয়ে।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ১১ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৭৬৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭৩কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৮ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকার। তবে তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৮ কোটি ৪১ লাখ ৫৯ হাজার টাকার।  
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৮৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৩২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮কোটি ২৬ লাখ ৩৫ হাজার টাক। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।