ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঈদের পর পুঁজিবাজারে ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
ঈদের পর পুঁজিবাজারে ফের দরপতন

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (১৮ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে।

তবে তার আগের টানা তিন কার্যদিবস দরপতনের পর ঈদের আগের শেষ কার্যদিবস গত মঙ্গলবার উভয় বাজারে সূচকের উত্থান হয়েছিলো।

নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়।

তবে মাত্র ১৫ মিনিট পর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্যমতে, এদিন ৭ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৭৩৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৭ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫০ কোটি ৭১ হাজার টাকার।

ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৯২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৪১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৫৯ লাখ ৩৩ কোটি ৫৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১০ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।