ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
তিন কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: টানা  তিন কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার (০৪ জুলাই) সূচকের ঊধর্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনও। ফলে গত তিনদিনের (বৃহস্পতি, সোম ও মঙ্গলবার) পর বুধবার উভয় বাজারে সূচকের উত্থান হয়েছে। 

মঙ্গলবারের মতো বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়, চলে দুপুর পৌনে ১টা পর্যন্ত। এসময় সূচক বাড়ে ৫৭ পয়েন্ট।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৩ পয়েন্ট।  

বাজার সংশ্লিষ্টরা বলেন, প্রকৌশল, খাদ্য, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊধর্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ১৭ কোটি ৭ লাখ ৬ হাজার ৮২৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২৭ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮৪ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০২ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, ৮৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিকে সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮০ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯০৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকা। তার আগের দিন ৪২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১ টির, কমেছে ৭০টির এবং ৩০টির অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।