ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আর্থিক খাতের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
আর্থিক খাতের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

আগের দিনের মতোই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এদিন সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর শেয়ার বিক্রির চাপে মাত্র পনের মিনিট পর শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট।

এর ফলে বুধ, বৃহস্পতি এবং বোরববার টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস দরপতন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টেলিকমিউনিকেশনখাতের গ্রামীণফোন এবং আর্থিকখাতে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের উভয় বাজারে।

তবে ব্যাংক, বিমাসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে ডিএসইতে।

ডিএসই’র তথ্য মতে, রোববার ২১ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ৪৩৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে ৮৯২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৯০২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

এদিকে সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৯৭০ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ১৩৫ কোটি ৯৫ লাখ ৭২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।    
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এমসএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।