ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন হাজার কোটি ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ডিএসইতে লেনদেন হাজার কোটি ছাড়ালো

ঢাকা: দরপতনের একদিন পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনেদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ৮৮ কোটি টাকা।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদনে হয়েছে ৬২ কোটি টাকা।

আগের দিনের মতই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে চলে পৌনে ১২টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ২৯ কোটি ২১ লাখ ৯৮ হাজার ৮১৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদনে হয়েছে ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯০১ কোটি ২৬ লাখ টাকা।

তিন সূচকের পথ চলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১১ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্ট দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তত রয়েছে ৫৭টি, কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১২ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৬২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৯৫৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।