ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই থেকে ১০ কোটি টাকার রাজস্ব হারালো সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
ডিএসই থেকে ১০ কোটি টাকার রাজস্ব হারালো সরকার

ঢাকা: বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ১০ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সরকার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের বেশির ভাগ সময় পুঁজিবাজার অস্থিতিশীল ছিলো। সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন হয়েছে অধিকাংশ সময়।

ফলে লেনদেন কমেছে। আর লেনদেন কমায় একদিকে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউজগুলোর লোকসান হয়েছে। অন্যদিকে সরকারও উৎস কর এবং ইনকাম ট্যাক্স বাবদ রাজস্ব হারিয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বিদায়ী (২০১৭-১৮) অর্থবছরে ব্রোকারেজ হাউজ ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা ডিএসইতে মোট লেনদেন করেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৪৩৪ টাকা। এই দুই ধরনের লেনদেন থেকে ডিএসই কর্তৃপক্ষ বিদায়ী অর্থবছরে ২৩৭ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকার রাজস্ব আদায় করেছে।

অথচ আগের (২০১৬-১৭) অর্থবছরে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় বাবদ সরকারকে দিয়েছিলো ২৪৭ কোটি ৭৬ লাখ ৫ হাজার টাকা।  

দু’প্রকার লেনদেনের মধ্যে বিদায়ী অর্থবছরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসে কর ১৫৯ কোটি ২ লাখ ৬ হাজার এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪এর ৫৩এম ধারা অনুয়ায়ী স্পন্সর এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারের সিকিউরিটিজ বিক্রয় বাবদ ৭৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব আদায় করেছে।

এর আগে ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসে কর বাবদ ১৮০ কোটি ৪৯ লাখ ৫ হাজার এবং স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারের শেয়ার বিক্রি বাবদ ৬২ কোটি ২৩ লাখ ২ হাজার টাকার রাজস্ব আয় করে ডিএসই।

সার্বিক বিষয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, গত বছর বাজার ভালো ছিলো না। তাই লেনদেন কম হয়েছে। আর লেনদেন কমার কারণে সরকারও রাজস্ব কম পেয়েছে। সরকার ও বিনিয়োগকারীর স্বার্থে পুঁজিবাজার ঠিক রাখা জরুরি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।