ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক-বিমার ধাক্কায় পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
ব্যাংক-বিমার ধাক্কায় পুঁজিবাজারে দরপতন

ঢাকা: ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের নাটকীয় পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক  কমেছে ২০ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৪ পয়েন্ট।

 

সূচকের পাশাপাশি কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এসবের ফলে কমেছে বাজার মূলধনও। এতে টানা দু’দিন (মঙ্গল ও বুধবার) সূচক বৃদ্ধির পর বৃহস্পতিবার পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর মাত্র আট মিনিটের মাথায় সূচকের পতন শুরু হয়। ব্যাংক, বিমাসহ প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমতে থাকে। যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত।

বাজারের প্রাণ বলে খ্যাত ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭টির, আর কমেছে ২৩টি শেয়ারের। একই অবস্থায় লেনদেন হয় বিমা ও আর্থিক খাতেও। এদিন বিমা খাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮টির আর দাম কমেছে ৩৬টির। অন্যদিকে আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির কমেছে ৮টির।  

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ১৮ কোটি ৫৬ লাখ  ৯৮৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। লেনদনে হয়েছে ৮৫২ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্ট এবং শরীয়াহ সূচক দশমিক ৩৮ পয়েন্ট  বেড়ে ১ হাজার ২৬৭ পয়েন্ট দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২২২টির আর অপরিবর্তত রয়েছে ২৫টি, কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৭৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ৯ হাজার ৯৯৩ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।