ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মুদ্রানীতি ঘোষণার দিন পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
মুদ্রানীতি ঘোষণার দিন পুঁজিবাজারে উত্থান

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ জুলাই) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর উভয় বাজারে উত্থান হলো।

 

এদিন ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা  করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির। আর মুদ্রানীতি ঘোষণার পর থেকে ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মুদ্রানীতিতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এ রকম কোনো কিছু নেই। ফলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ১৭ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩২৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৪ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৭ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮১ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ২৪ লাখ ৯৬ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।