ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
পুঁজিবাজারে দরপতন

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

আগের কার্যদিবস রোববারের (১২ আগস্ট) মতো সোমবারও (১৩ আগস্ট) মাত্র ১৫ মিনিট সূচক বৃদ্ধির মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন।

যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক কমেছে ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫১ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতসহ সব খাতের শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন হয়েছে।  

ডিএসই’র তথ্য মতে, সোমবার ১৮ কোটি ১০ লাখ ৮১ হাজার ১০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৮ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭০৩ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭৫ পয়েন্ট কমে এক হাজার ৮৮৪ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
 
অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১০ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৬ লাখ ১৭ হাজার ২৪০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৯৯৭ টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।