ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও (১৭ সেপ্টেম্বর) দরপতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চার কার্যদিবস সূচক পতন হলো।

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, সোমবার এ বাজারে ১৬ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ২৮৭টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৪ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকার। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭০ পয়েন্ট কমে ১০ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।
 
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৮৫৯ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।