ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এসকোয়ার নিট কম্পোজিটের  আইপিওর অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসকোয়ার নিট কম্পোজিটের  আইপিওর অনুমোদন

ঢাকা:  এসকোয়ার নিট কম্পোজিট লিমিটেড কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিএসইসির ৬৫৮তম সভায় এ কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয় কমিশন।

এর মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কিনবেন।

আর সাধারণ বিনিয়োগকারীরা ৪০ টাকায় ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১টি শেয়ার কিনেবে।

এর আগে কোম্পানি নিলামের মাধ্যমে প্রতিটি শেয়ারের কাট অফ প্রাইস  নির্ধারণ করে ৪৫  টাকা।  এ কোম্পানির শেয়ার সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ৪০ টাকায়।

জুন ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ২ টাকা ৫২ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৫ টাকা ৯৬ পয়সা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইনেন্স ক্যাপিটাল লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
 এমএফআই/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।