ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবির ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
আইসিবির ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: ৭৫ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) দুই হাজার কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) কমিশন সভায় প্রতিষ্ঠানটির ফান্ড অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ সালের সেকশন ২ সিসি’র শর্তানুযায়ী প্রতিষ্ঠানটিকে বন্ড ছেড়ে পুঁজিব‍াজার থেকে টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। আইসিবি ২ হাজার কোটি টাকার নন-কনর্ভাটেবল ফিক্সড রেট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। যা বিদ্যমান করপোরেট শেয়ারহোল্ডারের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছে ইস্যু করবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।