ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম 

ঢাকা: বড় দরপতনের একদিন পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিন মঙ্গলবার (১৬ অক্টোবর) লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। 

এদিন উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে কমেছে ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম।

তবে আইসিবিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের ফলে সোমবার (১৫ অক্টোবর) দরপতনের পর মঙ্গলবার (১৬ অক্টোবর) সূচক বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো লেনদেনের শেষ পৌনে ১ ঘণ্টায় মার্কেট সাপোর্ট দিয়েছে। ফলে দিনের শেষ সময় লেনদেন হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৪৮০টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫২ লাখ ৬২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।  

এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।