ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

এডিএন টেলিকমের বিডিং শুরু ৫ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এডিএন টেলিকমের বিডিং শুরু ৫ নভেম্বর এডিএন টেলিকম লিমিটেড

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারের টাকা সংগ্রহ করতে আগামী ৫ নভেম্বর থেকে বিডিং অর্থাৎ নিলাম শুরু করবে এডিএন টেলিকম লিমিটেড।

৭২ ঘণ্টার বিডিং ৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর বিকেল ৫টায়। বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন কোম্পানির সচিব মনির হোসেন।

কোম্পানিটিকে চলতি বছরের ১৪ আগস্ট আইপিও’র মাধ্যমে ৫৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ টাকা কোম্পানির উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।