ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে সূচক ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিনের বাকি সময়ের লেনদেন হয় সূচকের ঊর্ধমুখী প্রবণতায়।

একই অবস্থায় লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। ফলে এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। সিএসইতে বেড়েছে ১৮৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে মূল্য সংশোধনের একদিন (বৃহস্পতিবার) পর পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ২৪ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ২০১টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৭৩ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকা।

এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান নেয়। এছাড়া অন্য দু’সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ১৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২২৮টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৮০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭৭৯টাকা এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৭০৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬২ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫১৪ জানুয়ারি ১৩, ২০১৯
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।