ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক কার্যদিবস পর বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এক কার্যদিবস পর বাড়লো সূচক

ঢাকা: আগের কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচক বৃদ্ধি পেয়ে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর কিছু সময় পরই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ওঠানামা শুরু হয়। তবে দুপুর পৌনে ২টার পর সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে।

ফলে ডিএসইতে সূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস ইনডেক্স ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ছয়শ’ ১১ কোটি টাকার কিছু বেশি।  এর আগের কার্যদিবস লেনদেন হয় আটশ’ ৯১ কোটি টাকার কিছু বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় সূচক কিছুটা বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইর মতো এ বাজারেও কমেছে লেনদেনের পরিমাণ।

সিএসইতে সার্বিক সূচক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান নিয়েছে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৭৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
 
এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার কিছু বেশি। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিলো ৩৪ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।