ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে লেনদেন শেষ করেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০ দশমিক ৮৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৮০ ও ১৯৬৭ পয়েন্টে রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ৫ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ৪৫ মিনিটে সূচকের উত্থান দেখা যায়। এসময় সূচক মোট ৯ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১১টার দিকে সূচকের নিম্নমুখী ধারা দেখা দেয়, এসময় সূচক কমে ২ পয়েন্ট।

এদিন লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থ্যাৎ দুপুর ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২৮২ ও এক হাজার ৯৭১ পয়েন্টে রয়েছে। এরপর দুপুর ১টার দিকে সূচকের মিশ্র প্রবণতা অব্যাহত থাকে এবং সূচকের সামান্য উত্থানে দিনের লেনদেন শেষ হয়।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে এক কোটি টাকা কম। আগের দিন (২৭ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৪০ লাখ টাকার।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো-ইউনাইটেড পাওয়ার, বৃটিশ আমেরিকান টোব্যাকো, মুন্নু সিরামিক, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জেএমআই সিরিঞ্জ, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ইস্টার্ন লুব্রিকেন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

সিএসইতে ৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএমএকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।