ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই'র সূচক বাড়লেও কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
ডিএসই'র সূচক বাড়লেও কমেছে সিএসইতে ডিএসই-সিএসই লোগো

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকেই সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৭ ও ১৮৮০ পয়েন্টে রয়েছে।

এদিকে, বুধবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আরো ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল ১১টার দিকে সূচক কিছুটা কমে।

এদিন লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থ্যাৎ দুপুর ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২১৮ ও এক হাজার ৮৮২ পয়েন্টে রয়েছে। এরপর দুপুর ১টার দিকে সূচকের ওঠানামা করতে দেখা গেলেও বুধবার সূচক বেড়ে লেনদেন শেষ হয়।

ডিএসইতে বুধবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৪৫ কোটি টাকা বেশি। আগের দিন (১৬ এপ্রিল) ডিএসইতে লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৯১ লাখ টাকার।

এদিকে বুধবার ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬০টির কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।  

ডিএসইতে এদিন টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- বিএসসিসিএল, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, ফরচুন সুজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সুহৃদয়, মুন্নু স্ট্যাফলার, এসকে ট্রিমস ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। এদিন সিএসইতে ১২ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএমএকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।