ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বিএসইসি

ঢাকা: বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টায় বিএসইসিতে এ বৈঠক শুরু হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারাসহ অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত রয়েছেন।

এর আগে ২৯ এপ্রিল স্টেকহোল্ডারদের সঙ্গে কমিশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।