ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঈদে ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ঈদে ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) মোট ৯ দিন বন্ধ থাকবে। ওই সময়ে ডিএসই ও সিএসই’র অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ মে) ডিএসই পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই ও সিএসই সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের ছুটি। তারও আগে শুক্র ও শনিবার (৩১ মে ও ১ জুন) হওয়ায় সরকারিভাবে বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো শেয়ারবাজারও বন্ধ থাকে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।