ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিল্ড বাংলাদেশ সোশ্যাল ফান্ডের নিবন্ধন অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
বিল্ড বাংলাদেশ সোশ্যাল ফান্ডের নিবন্ধন অনুমোদন

ঢাকা: বিল্ড বাংলাদেশ সোশ্যাল এন্টারপ্রেনার্স ফান্ড নামে একটি ইমফ্যাক্ট ফান্ডের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিএসইসির ৬৫৫তম কমিশন সভায় এটির নিবন্ধন অনুমোদন করা হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির আকার ৮৩ কোটি টাকা এবং মেয়াদ হবে ১০ বছর।

 

ফান্ডটি দেশের সামাজিক ও পরিবেশের উন্নয়নের উদ্দেশ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, নবায়নযোগ্য ও বিশুদ্ধ জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেকসই উৎপাদনখাত, শিক্ষা, প্রকৌশল, পর্যটন ইত্যাদিতে বিনিয়োগ করবে।

ফান্ডটির উদ্যোক্তা জেসি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ফান্ড ম্যানেজার ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড ও ট্রাস্টি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।