ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আলহাজ্ব টেক্সটাইলের পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আলহাজ্ব টেক্সটাইলের পরিচালককে ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো. সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিএসইসির ৭০৭তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের এসআরএমআইসি বিভাগের পর্যবেক্ষণের ভিত্তিতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড (ইস্যুয়ার) এর পরিচালক মো. সামসুল হুদা এবং এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানির (সামসুল হুদার মালিকানাধীন কোম্পানি) বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালক মো. সামসুল হুদা যথাক্রম কমিশনের তিনটি আইন ভঙ্গ করেছেন। তাই আইন ভঙ্গের দায়ে মো. সামসুল হুদাকে কমিশন ৫০ লাখ টাকা জরিমানা করেছে।

এছাড়া এএনএফ ম্যানেজমেন্ট মো. সামসুল হুদার (আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালক থাকাকালীন) পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা করেছে। এবং সামসুল হুদা এএসএফ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। এএনএফ ম্যানেজমেন্টের এ ধরনের কাজের মাধ্যমে দু’টি আইন ভঙ্গ করেছেন। আইন ভঙ্গের দায়ে সভায় এএনএফ ম্যানেজমেন্টকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও জানানো হয়, আলহাজ্ব টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সভায় কোম্পানিকে বর্ণিত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।