ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস ২০১৯’র খসড়া অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস ২০১৯’র খসড়া অনুমোদন

ঢাকা: সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস ২০১৯ এর খসড়া সংশোধন সাপেক্ষে অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার (২৭ নভেম্বর) বিএসইসির ৭০৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ সংশোধন প্রস্তাবিত সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ শিরোনামে প্রস্তুতকৃত খসড়া কতিপয় সংশোধন সাপেক্ষে কমিশন অনুমোদন করেছে। যা জনমত জরিপের জন্য শিগগিরই দৈনিক সংবাদপত্র ও বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।