ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বিনিয়োগ করবে সরকারি চার ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
পুঁজিবাজারে বিনিয়োগ করবে সরকারি চার ব্যাংক

ঢাকা: বিদ্যমান অস্থিরতা কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে পুঁজিবাজারের সমস্যা সমাধানে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে বসেন। বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উপস্থিত সবাই ইতিবাচক মতামত দিয়েছেন।

সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সোনালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বৈঠকে অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টিও পর্যালোচিত হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।