ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সোমবার মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন ডিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
সোমবার মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন ডিএসইর

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করবে।

এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর ভবনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যা পর্যন্ত চলবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

উদ্বোধনী অনুষ্ঠানে আবুল হাশেম ছাড়াও উপস্থিত থাকবেন ডিএসইর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান ও মো. রকিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।