ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে চলছে লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
সূচকের উত্থানে চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

এ দিন প্রায় আধা ঘণ্টার লেনদেনে ডিএসইর সূচক ১৮ পয়েন্ট ও সিএসইর সূচক ৫৫ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৪ ও ১৫২১ পয়েন্টে রয়েছে। আর এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির। কমেছে ৫২টির। অপরির্বতিত রয়েছে ৪৯টির।

ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। এরপর বেলা ১০টা ৪০ মিনিটে আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট বেড়ে যায়। যা আর পাঁচ মিনিটের মধ্যে আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৯৭ এ গিয়ে দাঁড়ায়।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- অরিয়ন ফার্মা, শিপইয়ার্ড, অরিয়ন ইনফিশন, ইন্দো-বাংলা, লাফার্জহোলসিম, এমএল ডায়িং, ফার কেমিক্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার ও এডিএন টেলিকম।

অন্যদিকে, সিএসইর সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৮৮ পয়েন্টে অবস্থান করে। এর আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সূচক বাড়ে ৩৫ পয়েন্ট। এরপর থেকে সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এ দিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসময়ের মধ্যে দাম বেড়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। কমেছে নয়টির। অপরিবর্তিত রয়েছে আটটির।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।