ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ডিএসইর সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উভয়ের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিয়য়ে খোলামেলা আলাচনা হয়।

পুঁজিবাজারের উন্নয়নে উভয় এক্সচেঞ্জ কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করবেন বলে উভয়ই সম্মত হন এবং এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার হাত আরও বাড়াবেন বলে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা একমত পোষণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।