ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা সিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ১৮, ২০২০
বিএসইসির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা সিএসইর

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সোমবার (১৮ মে) দুপুরে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। সিএসইর জেনারেল ম্যানেজার ও ঢাকায় অবস্থিত কার্যালয়ের প্রধান মো. গোলাম ফারুক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন তারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।