ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সঙ্গে বৈঠক করেছে বিএসইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
ডিএসইর সঙ্গে বৈঠক করেছে বিএসইসি 

ঢাকা: ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগসহ একাধিক বিষয় নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৬ জুন)  বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা  ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে ডিএসই ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ কমিশনের সদস্যরা ও ডিএসইর পরিচালনা পর্ষদের  সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত বাজেটে পুঁজিবাজারের নানা প্রণোদনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে শর্ত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএসই একাধিক পরিচালক।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।