ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বন্ড ইস্যু করবে আমরা নেটওয়ার্কস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
বন্ড ইস্যু করবে আমরা নেটওয়ার্কস

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে পারপেচুয়াল চতুর্থ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটি ১ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। বন্ডের বৈশিষ্টের মধ্যে রয়েছে নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড, ইস্যু সাইজ: ১ কোটি টাকা। বন্ডটি অভিহিত মূল্যে বিক্রি করা হবে। প্রতি বন্ডের মূল্য হবে ১ হাজার টাকা। বন্ডের মেয়াদ হবে ৫ বছর।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।