ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কাট্টালি টেক্সটাইল পরিচালকদের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
কাট্টালি টেক্সটাইল পরিচালকদের জরিমানা

ঢাকা: পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান কাট্টালি টেক্সটাইলের পরিচালকদের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কমিশনের ৭৩২তম নিয়মিত সভায় এ জরিমানা করা হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যথাযথ ব্যবহার না করে কমিশনে মিথ্যা তথ্য দেয়।

এ সংক্রান্ত জাল ব্যাংক বিবরণী কমিশনে দাখিলের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে। এজন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে এক কোটি টাকা ও অন্যসব পরিচালকদের (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।