ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সেপ্টেম্বরে শীর্ষ ২০ ব্রোকার-ডিলারের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
সেপ্টেম্বরে শীর্ষ ২০ ব্রোকার-ডিলারের তালিকা প্রকাশ

ঢাকা: সেপ্টেম্বর মাসে শীর্ষ ২০ ব্রোকার এবং ডিলারের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেপ্টেম্বরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২০ ব্রোকারের তালিকার মধ্য রয়েছে-
মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড, বি রিচ লিমিটেড, লংকাবাংলা সিকিরিউটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, মিনহার সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড, ইস্টার্ন শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, মোনা ফাইনান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফাইনান্সিয়াল ট্রেডিং লিমিটেড, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানি লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, এস. আর. ক্যাপিটাল লিমিটেড, চিটাগাং ক্যাপিটাল লিমিটেড, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড এবং সালটা ক্যাপিটাল লিমিটেড।

অপরদিকে, সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২০ ডিলারের মধ্যে রয়েছে- গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড, হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানী লি., প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, ফার ইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ব্রাদার্স সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লি., চিটাগাং শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, এডামস সিকিউরিটিজ লিমিটেড, ডি.এন. সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লি., এসকেওয়াইএস সিকিউরিটিজ লিমিটেড, চেীধুরী সিকিউরিটিজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লি. এবং স্মার্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লি.।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসএমএকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।