ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

করোনায় ব্যাং‌ক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
করোনায় ব্যাং‌ক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে

ঢাকা: ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থিতির ম‌ধ্যে দে‌শে যতদিন পর্যন্ত ব্যাং‌কিং ব্যবস্থা খোলা থাকবে তত‌দিন পর্যন্ত পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় বিএসইসি কার্যালয়ে ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের প্র‌তি‌নি‌ধি ও শীর্ষ ব্রোকা‌রেজ হাউ‌জের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) স‌ঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের তিনি এ কথা ব‌লেন।

 

শামসু‌দ্দিন আহ‌মেদ ব‌লেন, গত দু'দিন ধরে আমরা দেখেছি কিছু অপ্রয়োজনীয় গুজব মার্কেটে আছে। সেগুলো কোনোটি সঠিক নয়। আমরা বলতে চাই যে, যতদিন পর্যন্ত দেশের ব্যাং‌কিং ব্যবস্থা খোলা থাকবে, তত‌দিন পর্যন্ত পুঁজিবাজারও খোলা থাকবে।

‌তি‌নি ব‌লেন, পুঁজিবাজার যে‌হেতু খোলা থাক‌বে, সে‌হেতু সমস্ত কার্যক্রম চলবে। সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না। ' 

গত কয়েকদিনে পুঁজিবাজারে বড় ধরনের পতনের পেছনে কোনো কারসাজি আছে কি-না প্রশ্নের জবাবে শামসু‌দ্দিন আহ‌মেদ বলেন, আমরা বিষয়টি ইভ্যালু‌য়েট করার চেষ্টা করছি। এ মুহূর্তে বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। পুঁজিবাজারে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। কখনো পুঁজিবাজার টানা বাড়বে না, আবার টানা কমবে না। পুঁজিবাজারের প্রতিটি কার্যক্রমই এ রকম পরিবর্তনশীল। সেটা যাতে সঠিকভাবে পরিবর্তন হয়, সে বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। সেরকম কিছু হলে আমরা ব্যবস্থা নেবো।  

কারসাজি চক্র এখনো সক্রিয় আছে কি-না জানতে চাইলে শামসু‌দ্দিন বলেন, এ রকম কোনো তথ্য-উপাত্ত এখনো আমাদের কাছে নেই। যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।  

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএসই‌সির নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল ক‌রিম, ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের (ডি‌বিএ) সভাপ‌তি মো. শ‌রিফ আ‌নোয়ার হো‌সেন ও বাংলা‌দেশ মা‌র্চেন্ট ব্যাংকার্স অ্যা‌সো‌সি‌য়েশ‌সের (বিএম‌বিএ) সভাপ‌তি মো. ছা‌য়েদুর রহমান।

এর আগে রোববার (২১ মার্চ) বিকেল সৌয়া ৫টায় বিএসইসি কার্যালয়ে শীর্ষ ১০ ব্রোকার হাউসের সিইওর সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

এর আগে ২০২০ সালের ২৯ অক্টোবর পুঁজিবাজারে মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউসের সঙ্গে বৈঠক করে বিএসইসি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।