ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মার্জিন ঋণের রেশিও বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
মার্জিন ঋণের রেশিও বাড়ানোর সিদ্ধান্ত বিএসইসির

ঢাকা: পুঁজিবাজার নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণের রেশিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৪ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নির্দেশনা ডিএসইএক্স ৭০০০ পর্যন্ত কার্যকর। এর ওপরে বা বেশি সূচকের ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও হবে ১:০.৫০।

বিএসইসির এ সিদ্ধান্তের ফলে ফোর্সড সেল নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।