ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কঠোর লকডাউনে পুঁজিবাজারও বন্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
কঠোর লকডাউনে পুঁজিবাজারও বন্ধ 

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক খোলা ছাড়া পুঁজিবাজারে লেনদেন সম্ভব নয়।

তাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিল রেখে সরকার ঘোষিত লকডাউনে দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকছে।

সোমবার (১২ এপ্রিল) বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যাংক খোলা না থাকলে সেটেলমেন্ট সম্ভব না। তাই ব্যাংক বন্ধ থাকার কারণে পুঁজিবাজারও বন্ধ থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বলেন, সাধারণত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে পুঁজিবাজারের লেনদেন নিষ্পত্তি সম্ভব না। তাই ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারও বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।