ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা করবে ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০২১
বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা করবে ডিএসই

ঢাকা: অনিয়মের কারণে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। একইসঙ্গে ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

মঙ্গলবার (১৫ জুন) ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বানকো সিকিউরিটিজে গ্রাহকদের হিসাবে ৬৬ কোটি টাকার ঘাটতি পেয়েছে ডিএসই। যা খুবই ঝুকিঁপূর্ণ মাত্রায় চলে গেছে। তাই গত সোমবার (১৪ জুন) ডিএসইর পর্ষদ সভায় বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ ও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রোকারেজ হাউজটির ৬৬ কোটি টাকার ঘাটতির বিষয়ে বিএসইসিকে অবহিত করে ডিএসই। কমিশন হাউজটির লেনদেন কার্যক্রম বন্ধ ও মামলা করার নির্দেশ দিয়েছে বলে জানা যায়।

এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে দেয় ডিএসই। একই সঙ্গে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছিল ডিএসই কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।