ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শরিয়া বোর্ড গঠনে ৪ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ২৯, ২০২১
শরিয়া বোর্ড গঠনে ৪ সদস্যের কমিটি

ঢাকা: পুঁজিবাজারের জন‌্য শরিয়া বোর্ড গঠন করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

মঙ্গলবার (২৯ জুন) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিমকে। কমিটির অন্য সদস্যরা হলেন—নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও যুগ্ম পরিচালক শেখ মো. লুৎফুল কবির। এ কমিটির সদস্য সচিব হিসবে শেখ মো. লুৎফুল কবির দায়িত্ব পালন করবেন।

কমিটিকে ১৫ দিনের মধ্যে পুঁজিবাজারের জন্য শরিয়া বোর্ড গঠনের লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাবনাসম্বলিত একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।